Tuesday, June 16, 2020

17th June Daily Current Affairs in Bengali

1. 'গ্লোবাল ইলেকট্রিক ভেহিক্যাল আউটলুক-২০২০'র রিপোর্টে ইলেকট্রিক বাস পরিষেবায় কলকাতা শহর  বিশ্বের মধ্যে কততম স্থান দখল করেছে ?

উত্তর : চতুর্থ




2. প্রথম মহিলা হিসেবে কে সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা খাতে পৌঁছান  ?

উত্তর : Kathryn D. Sullivan




3. কোন বেসরকারি ব্যাঙ্ক salary account customers এর জন্য ‘Insta FlexiCash’ চালু করল  ?

উত্তর : ICICI Bank




4. UTI Mutual Fund এর CEO পদে কে নিযুক্ত হলেন  ?

উত্তর : Imtaiyazur Rahman




5. কে Indian Gas Exchange (IGX) লঞ্চ করল  ?

উত্তর : ধর্মেন্দ্র প্রধান




6. International Day of Family Remittances কবে পালিত হয় ?

উত্তর : 16 জুন




7. COVID-19 International Film Festival এ কোন Odia short film Special Jury award জিতল  ?

উত্তর : Martyapura Re Jamaraj




8. Micro, Small and Medium Enterprises (MSME) এর জন্য কোন বেসরকারি ব্যাঙ্ক ‘Suraksha salary account’ চালু করল ?

উত্তর : Airtel payment Bank




9. কে QualityNZ Culinary Cup 2020 জিতল ?

উত্তর : Chef Angad Singh Rana




10. “GermiBAN” নামে Device টি কে লঞ্চ করল  ?

উত্তর : G Kishan Reddy




11. “Feedback Call Centres on Public Grievances” কে লঞ্চ করল  ?

উত্তর : Dr. Jitendra Singh




12. সম্প্রতি প্রয়াত বসন্ত রায়জি ১০০ বছর বয়সে মারা গেলেন,ইনি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন  ?

উত্তর : ক্রিকেটার