Sunday, June 7, 2020

8th June Daily Current Affairs in Bengali

1. সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Raj Kaushal Portal এবং Online Shramik Employment Exchange চালু করলেন  ?

উত্তর : রাজস্থান




2. Russian Language Day কবে পালিত হয়  ?

উত্তর : 6 জুন




3. L&T এর non-executive chairman পদে পুনরায় কে নিযুক্ত হলেন  ?

উত্তর : A M Naik




4. 'One Nation-One Ration Card' প্রকল্পে কয়টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়েছে ?

উত্তর : 20




5. ‘COVID-19 Technology Access Pool’  কে লঞ করল  ?

উত্তর : WHO




6. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি ভেন্টিলেটর এবং হাসপাতালের বিছানার উপর নজর রাখতে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে ?

উত্তর : দিল্লি




7. এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক জলাধার ওড়িশার চিলিকা হ্রদে Irrawaddy dolphins সংখ্যা দ্বিগুণ করতে কোন ইনস্টিটিউট সহায়তা করেছে ?

উত্তর : IIT Madras




8. Forbes 2020 এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী celebrity কে ? 

উত্তর : Kylie Jenner




9. কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং কোন দেশের মধ্যে পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারককে অনুমোদন দিয়েছে ? 

উত্তর : ভুটান




10. নতুন আন্তর্জাতিক ক্রিকেট মাঠ নির্মাণের প্রস্তাবটি কোন দেশ স্থগিত করেছে ? 

উত্তর : শ্রীলঙ্কা




11. 2020 সালের এপ্রিল মাসে ভারত কতটা অপরিশোধিত ইস্পাত তৈরি করেছে ? 

উত্তর : ৩.১৩ মিলিয়ন টন




12. World Oceans Day  কবে পালিত হয় ?

উত্তর : 8 জুন