Tuesday, December 27, 2022

ভারতের জাতীয় বিষয়

০১. ভারতের জাতীয় প্রতীক কী ?

উত্তরঃ অশোক স্তম্ভ।

০২. ভারতের জাতীয় সংগীত কী ?
উত্তরঃ জনগণমন অধিনায়ক।

০৩. ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কী ?
উত্তরঃ বন্দে মাতরম।

০৪. ভারতের জাতীয় গাছ কী ?
উত্তরঃ বট গাছ।

০৫. ভারতের জাতীয় ফুল কী ?
উত্তরঃ পদ্ম।

০৬. ভারতের জাতীয় ফল কী ?
উত্তরঃ আম।

০৭. ভারতের জাতীয় পশু কী ?
উত্তরঃ রয়্যাল বেঙ্গল টাইগার।

০৮. ভারতের জাতীয় পাখি কী ?
উত্তরঃ ময়ূর।

০৯. ভারতের জাতীয় ধ্বনি কী ?
উত্তরঃ জয় হিন্দ।

১০. ভারতের জাতীয় বাণী কী ? 
উত্তরঃ সত্যমেব জয়তে।

১১. ভারতের জাতীয় লজ্জা কী ?
উত্তরঃ অস্পৃশ্যতা।

১২. ভারতের জাতির জনক কাকে বলা হয় ?
উত্তরঃ মহাত্মা গান্ধীকে।

১৩. ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ?
উত্তরঃ নদীর শুশুক।

১৪. ভারতের জাতীয় নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা।

১৫. ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি ?
উত্তরঃ হাতি।

১৬. ভারতের জাতীয় মুদ্রা কোনটি ?
উত্তরঃ ভারতীয় রুপি।

১৭. ভারতের জাতীয় পানীয় কী ?
উত্তরঃ চা।

১৮. ভারতের জাতীয় জীবাণু কী ?
উত্তরঃ ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস।

১৯. ভারতের জাতীয় নীতি বাক্য কী ?
উত্তরঃ সত্যমেব জয়তে।