Thursday, December 15, 2022

সামাজিক ও ধর্মীয় আন্দোলন

  1. 'ব্রাহ্মসমাজ' কবে প্রতিষ্ঠিত হয়?
  2. উত্তর - 1828 খ্রি.

  1. 'ব্রাহ্মসমাজ' কাদের দ্বারা এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  2. উত্তর – কলকাতায়, রাজা রামমোহন রায়


  3. আধুনিক ভারতে হিন্দু ধর্মের সংস্কারের প্রথম আন্দোলন কোনটি?
  4. উত্তর - ব্রাহ্মসমাজ


  5. ব্রাহ্মসমাজের বিরোধী সংগঠন কোনটি ছিল যা সতীপ্রথা ও অন্যান্য সংস্কারের বিরোধিতা করেছিল?
  6. উত্তর – ধর্মসভা


  7. ধর্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  8. উত্তরঃ রাধাকান্ত দেব


  9. সতীদাহ প্রথা কবে শেষ হয়?
  10. উত্তর - 1829 খ্রি.


  11. সতীদাহ প্রথা শেষে কে সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন?
  12. উত্তর – রাজা রামমোহন রায়


  13. 'আর্য সমাজ' কবে প্রতিষ্ঠিত হয়?
  14. উত্তর – 1875 খ্রিস্টাব্দ, মুম্বাই


  15. 'আর্য সমাজ' কে প্রতিষ্ঠা করেন?
  16. উত্তর – স্বামী দয়ানন্দ সরস্বতী


  17. আর্য সমাজ কার বিরুদ্ধে?
  18. উত্তর - ধর্মীয় আচার ও মূর্তি পূজা


  19. 19 শতকে ভারতীয় রেনেসাঁর জনক কাকে বলা হয়?
  20. উত্তর – রাজা রামমোহন রায়


  21. রাজা রাম মোহন রায় কোথায় জন্মগ্রহণ করেন?
  22. উত্তর- রাধানগর, জেলা বর্ধমান


  23. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?
  24. উত্তর - মুলশঙ্কর


  25. রাজা রামমোহন রায় ইংল্যান্ডে চলে যাওয়ার পর ব্রাহ্মসমাজের শাসনভার কে গ্রহণ করেন?
  26. উত্তর – রামচাঁদ বিদবাগীশ


  27. কার প্রচেষ্টায় উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও মাদ্রাজে ব্রাহ্মসমাজের শিকড় ছড়িয়ে পড়ে?
  28. উত্তর- কেশবচন্দ্র সেন


  29. 1815 সালে কলকাতায় 'আত্মিয়া সভা' কে প্রতিষ্ঠা করেন?
  30. উত্তর – রাজা রামমোহন রায়


  31. রাজা রাম মোহন রায় ও ডেভিড হেয়ার কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন?
  32. উত্তর - হিন্দু কলেজ


  33. থিওসফিক্যাল সোসাইটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
  34. উত্তর - 1875 খ্রিস্টাব্দ, নিউ ইয়র্কে


  35. ভারতে কবে এবং কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
  36. উত্তর – 1882 খ্রিস্টাব্দ, আদিয়ার, মাদ্রাজে


  37. 'সত্যার্থ প্রকাশ' কে রচনা করেন?
  38. উত্তর - দয়ানন্দ সরস্বতী


  39. 'বেদে প্রত্যাবর্তন' স্লোগান দেন কে?
  40. উত্তর - দয়ানন্দ সরস্বতী


  41. 'রামকৃষ্ণ মিশন' কবে প্রতিষ্ঠিত হয়?
  42. উত্তর - 1896-97 খ্রিস্টাব্দ, বৈলুর (কলকাতা)


  43. 'রামকৃষ্ণ মিশন' কে প্রতিষ্ঠা করেন?
  44. উত্তর – স্বামী বিবেকানন্দ


  45. আলীগড় আন্দোলন কে শুরু করেন?
  46. উত্তর - স্যার সৈয়দ আহমেদ খান


  47. আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিত্তি কে স্থাপন করেন?
  48. উত্তর - স্যার সৈয়দ আহমেদ খান


  49. 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের নেতা কে ছিলেন?
  50. উত্তর- হেনরি ভিভিয়ান ডিরোজিও


  51. 'সত্য শোধক সমাজ' কে প্রতিষ্ঠা করেন?
  52. উত্তর – জ্যোতিবা ফুলে


  53. ভারতের বাইরে কোন ধর্ম সংস্কারক মারা যান?
  54. উত্তর – রাজা রামমোহন রায়


  55. ওহাবী আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল?
  56. উত্তর- পাটনা


  57. ভারতে দাসপ্রথা কখন অবৈধ ঘোষণা করা হয়?
  58. উত্তর - 1843 খ্রি.


  59. ভারতে ইংরেজি শিক্ষার ব্যবস্থা কার দ্বারা হয়েছিল?
  60. উত্তর - উইলিয়াম বেন্টিঙ্ক দ্বারা


  61. 'বেদে সম্পূর্ণ সত্য নিহিত' এই উক্তিটি কার?
  62. উত্তর – স্বামী দয়ানন্দ সরস্বতী


  63. 'মহারাষ্ট্রের সক্রেটিস' কাকে বলা হয়?
  64. উত্তর - মহাদেব গোবিন্দ রানাডে


  65. বিশ্ব ধর্ম সম্মেলনে বিবেকানন্দ কোন স্থানে বিখ্যাত হয়েছিলেন?
  66. উত্তর- শিকাগো


  67. 'সংবাদ কৌমুদী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  68. উত্তর – রাজা রামমোহন রায়


  69. 'তত্ত্ব রঞ্জিনী সভা', 'তত্ত্ববোধিনী সভা' এবং 'তত্ত্ববোধিনী পত্রিকা' কার সাথে সম্পর্কিত?
  70. উত্তর – দেবেন্দ্র নাথ ঠাকুর


  71. কার অনুপ্রেরণায় 'প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠিত হয়?
  72. উত্তর- কেশবচন্দ্র সেন


  73. মহিলাদের জন্য 'বামাবোধিনী' পত্রিকা কে বের করেন?
  74. উত্তর- কেশবচন্দ্র সেন


  75. কে ছিলেন শারদামণি ❓
  76. উত্তর – রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী


  77. 'কুকা আন্দোলন' কে শুরু করেন?
  78. উত্তর – গুরু রাম সিং


  79. 1956 সালে কোন ধর্মীয় আইন পাশ হয়?
  80. উত্তর - ধর্মীয় অযোগ্যতা আইন


  81. মহারাষ্ট্রের কোন সংস্কারককে 'লোখিতবাদী' বলা হয়?
  82. উত্তর – গোপাল হরি দেশমুখ


  83. ব্রাহ্মসমাজ কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
  84. উত্তর – একেশ্বরবাদ


  85. 'দেব সমাজ' কে প্রতিষ্ঠা করেন?
  86. উত্তর- শিবনারায়ণ অগ্নিহোত্রী


  87. 'রাধাস্বামী সৎসঙ্গ'-এর প্রতিষ্ঠাতা কে?
  88. উত্তর- শিবদয়াল সাহেব


  89. ফেভিয়ান আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
  90. উত্তর - অ্যানি বেসান্ট


  91. বিংশ শতাব্দীর প্রথম দশকে কোন আন্দোলন শুরু হয়েছিল?
  92. উত্তর- আহরার


  93. 'ভারত সমাজ সেবক' কবে এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়?
  94. উত্তর - 1905 খ্রিস্টাব্দ, গোপাল কৃষ্ণ গোখলে দ্বারা


  95. শিখ গুরুদ্বারা আইন কবে পাশ হয়?
  96. উত্তর - 1925 খ্রি.


  97. রামকৃষ্ণ পরমহংসের আসল নাম কি ছিল?
  98. উত্তর: গদাধর চট্টোপাধ্যায়


  99. ডঃ অ্যানি বেসান্ট কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
  100. উত্তর - 1917 খ্রি.


  101. স্বামী বিবেকানন্দ কবে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন?
  102. উত্তর - 1893 খ্রি.


  103. 'যীশুর আজ্ঞা' কে রচনা করেন?
  104. উত্তর – রাজা রামমোহন রায়


  105. 1809 সালে প্রকাশিত রাজা রাম মোহন রায়ের ফারসি বই কোনটি?
  106. উত্তর- তুহফাতুহ-উল-মুওয়াহিদিন


  107. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
  108. উত্তর – রাজা রামমোহন রায়


  109. রাজা রামমোহন রায়কে কে 'মেসেঞ্জার অফ দ্য এজ' বলেছেন?
  110. উত্তর – সুভাষ চন্দ্র বসু